তরিকা কি আর এর দরকারই বা কি ২।।? (Torika Ki Ar Er Dorkari Ba Ki ২।।?)) Poem by Rhymer Rhymer

তরিকা কি আর এর দরকারই বা কি ২।।? (Torika Ki Ar Er Dorkari Ba Ki ২।।?))

তরীকার নামে কিছু কিছু বিপথগামিতা আছে যেমন সবকিছুতেই নিয়মের বেতিক্রম আছে
হক তরীকার চিনতে গেলে ইসলামী শরিয়াত মানার বিষয় প্রাধান্য পাবে
নাহক তরীকা শরীয়ত মানেনা।
গান বাজনা আর নাহক তরীকার কথা
#### পবিত্র কোরআন থেকে ঃ
১।*ওয়া মীণ্ণাছী মাঈয়াস্তারি লাহওয়াল হাদিছ *
লাহওয়াল হাদিছ = গানবাদ্য
* কিছু লোক আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য কোরআনের পরিবর্তে গান বাজনা বাদ্যযন্ত্র ও ক্রীড়াজনক কথন পছন্দ করে* ।.
২।*ওয়াস্তাফাযয মানিস্তা'আতা মিনহুম বিছাওতিকা *
ছাওত= আওয়াজ / সঙ্গীত/ বাদ্য ইত্যাদি।
* হে শয়তান, তুই আওয়াজ দিয়ে তাদের মধ্যে যাকে পারিস গোমরাহ কর *
৩।* ওয়া আনতুম ছামিদুন *
ছামিদুন= ক্রিরা কৌতুক সঙ্গীত।
* তোমরা সংগীত করিতেছ * / তোমরা (গাফেল হয়ে)গান বাদ্দে মশগুল আছ - -মাদারেক।
#### হাদিছ শরীফ থেকে ঃ
১। গান হারাম, এর স্বাদ গ্রহন কুফরি, মজলিসে বসা ফাসিকি আর গুনাহ।
২। পানি যেমন শস্য উৎপাদন করে, গান তদ্রুপ দিলের মধধে মুনাফেকি পয়দা করে।
৩। বাদ্যকারী ও শ্রোতা লানতগ্রস্ত।
৪। আমি বাদ্যযন্ত্র দূর করার জন্য প্রেরিত হয়েছি।
৫। রাখালের বাঁশির শব্দে হাজ্রাত না'ফে রাঃ কানে আঙ্গুল ঢুকিয়ে দ্রুত ঐ স্থান ত্যাগ করেছিলেন।
৬। যে বেক্তি গান করার সময় উচ্চ শব্দ করে, আল্লাহ তার উপর দুইটি ফেরেস্তা পাথিয়ে দেন, যারা তার দুই কাঁধের উপর বসে গান বন্ধ না হওয়া পর্যন্ত বুকে পদাঘাত করে থাকে।
৭। সত্য সত্যই আমার উম্মতের মধ্যে একদল লোক খাজ্জ(রেশম) ও বাজনা সমুহ হালাল জানিবে, তাদের শেষ দল বানর ও শুকরের আকৃতিতে রুপান্তর হবে!
৮। আমি দুনিয়া বাসীর জন্য রহমত।আর বাদ্যযন্ত্র, গানবাজনা, প্রতিমা সকল, ক্রুশ এই জাহিলিয়াত কাজসমুহ দূর করার জন্য পরওয়ারদিগার আমাকে আদেশ করিয়াছেন।
৯। যে বেক্তি দুনিয়াতে গায়িকার গান শুনবে, আল্লাহ তা'আলা কিয়ামতে তার কানে সীসা ঢেলে দিবেন।
১০। নিশ্চয় আল্লাহ তা'আলা মদ, জুয়া, ঢোল, দফ হারাম করেছেন।
১১। শয়তানঃহে আল্লাহ! আমার জন্য একটি আজান দাতা ঠিক করে দাও।আল্লাহ বলেন, গান বাজনা তোমার আজান!
১২। গান জেনার মন্ত্র।
১৩। যে স্থানে গান বাজনা হয়, সে স্থান যে পর্যন্ত নয়া ধুইয়া পাক করা হয় অথবা তথাকার মাটি তুলিয়া ফেলা হয়, তথায় নামাজ জায়েজ হবে না! /হজ্রত আবু হানিফা রহঃ
১৪। হে শয়তান! ত্তুমি কোন কাজ দিয়ে মানুষ কে বেশী গোমরাহ কর? যখন মানুষ গান বাজনা ও অপর স্ত্রী লোকের প্রতি কুদৃষ্টি দেয়। হজ্রত জোনায়েদ বাগদাদি রহঃ এর সপ্ন
১৫। গানবাজনা হারাম তাকে হালাল জানলেওয়ালা কাফের। মোহিত কিতাব
১৬। গান করা আর শ্রবণ করা, দফ ও বাদ্যযন্ত্র বাজানো হারাম, একে হালাল জানলে কাফের হবে। বায়হাকি
১৭। গানের সুরে কোরান পাঠ, গান করা ও শোনা আর রাগ রাগিণীর সুরে কবিতা গজল পাঠ হারাম। হেদায়া কিতাব
১৮। গানের সুরে জিকির করে অর্থহীন শব্দ হুম হুশ ইহ এস হিশ উচ্চারণ করা হারাম।
১৯। দুই প্রকার শব্দের উপর লানত, বিপদের সময় দুঃখমূলক আওয়াজ আর গান বাজনার আওয়াজ ।
২০। বেদাতি দল বলে খাজা মাইনুদ্দিন চিশতী রহঃ গানবাজনা ভালবাসতেন তাই আজমীেরে গানবাজনা হয়। একেবারে বাজে কথা। কোন সাহাবা তাবেঈন বা তাবাতাবিয়িন কোন দিন গানবাজনার প্রশ্রয় দেন নাই! আব্দুল কাদির জিলানী রহঃ, খাজা মাইনুদ্দিন চিস্তি রহঃ আর মুজাদ্দেদ আলফি সানি রহঃ এর উপর এ ধনের অপবাদ চাপিয়ে দেয়ার পরিণতি ভয়ংকর অপরাধ ।
২১। কোন কোন গুষ্ঠি এমনও বলে যে, উনি রউজা থেকে নি ষে দ দেন না ক্যান! হয়তো দীনের আহকাম পূর্ণতা পেয়েছে তাই মৃত্যুর পর আদেশ নিষেদের হুকুম নাই! সৎ কজের আদেশ আর বদ কাজের নিষেদ শুধু জীবিতদের জন্য!
২২। চিশতিয়া তরিকাতেও গানবাজনা হারাম।
২৩। কোরান হাদিস ইজমা কিয়াস দ্বারা গানবাজনা হারাম করা হয়েছে, তাই একে হালাল বলা কাফিরের কাজ বলে গণ্য হবে!
২৪। ছামা আম পাবলিকের জন্য হারাম আর উচ্চস্তরের পরহেজগারের জন্য মুবাহ। ছামা নফসকে জিন্দা করে।
২৫। সত্যিকার ছালেক/ছুফি কক্ষনো ছামা, কাওয়ালি বা গানবাজনা জায়েজ করে রাখবে না - - বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহ ঃ




((ছিরাজুছ ছালিকিন থেকে সংগৃহীত /লেখক ক্কুতবুল এরশাদ পীর প্রোফেসার মৌলানা এম এ খালেক রহঃ / বি বাড়িয়া /)

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: philosophy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success