তরিকা কি আর এর দরকারই বা কি ৩।।? (Torika Ki Ar Er Dorkari Ba Ki ৩।।?)) Poem by Rhymer Rhymer

তরিকা কি আর এর দরকারই বা কি ৩।।? (Torika Ki Ar Er Dorkari Ba Ki ৩।।?))

তরীকার উদ্দেশ্য কি?
তরিকতের মুল উদ্দেশ্য আল্লাহ তা'আলার রেজা(সন্তস্তি) ও লেকা(দিদার) লাভ করা!
তাই আল্লাহ তা'আলার মারিফাত ও মুহব্বত ই তরিকতের উদ্দেশ!
তরিকতের উদ্দেশ কি ভাবে লাভ হবে?
অন্তর পাকসাফ না করলে আল্লাহর সন্তুষ্টি ও দিদার সম্ভব নয়
তরিকত তাই অন্তর পাকসাফ শিক্ষা দেয়
অন্তর পাকসাফ কি ভাবে হবে?
উন্তর পাক্সাফ করতে গেলে বস্তু বা বিষয়ের জাহের ও বাতেন এর জ্ঞান থাকতে হবে
ইবাদত করতে গেলে এ দু'টুই পাস সাফ না থাকলে খুলুসিয়াত অর্জন হবে না
খালেস দিল ছাড়া ইবাদত করে নেকি অর্জন হবে না
আপনি অন্তর কে একা একা সংশোধন করতে পারেন না
বাতেন একমাত্র কামেল পীরের সোহবত নিয়ে পরিছন্ন করতে হবে
পীর তার তাওয়াজ্জু দ্বারা দিলের মধ্যে জীবনী শক্তি, আবেক ও স্পন্দন সৃষ্টি করে আল্লাহর মহব্বত ও মারেফাত/তত্ত্ব ও তথ্য অনুধাবনের শক্তি প্রবল খাহেস জাগায়!
পীর মুরিদের অবস্থা অনুযায়ী জিকির, মোরাকাবা আর মোশাহাদার ছবক দ্বারা বাতেন সংশোধন করে থাকেন
সহজ ও অল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভ কামেল পীরের বায়াত ছাড়া একেবারেই অসম্ভব!

Sunday, April 1, 2018
Topic(s) of this poem: philosophy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success