উদাসীন উলঙ্গ জানোয়ার (Udasin Ulongo Janoyar) Poem by Arun Maji

উদাসীন উলঙ্গ জানোয়ার (Udasin Ulongo Janoyar)

Rating: 5.0

মানুষ মানুষকে কতটা বোঝে?

আমি যদি কেঁদে ফেলি
তুমি হয়তো একটু দুঃখ পাবে!
কিন্তু আমার মধ্যে যে নরক যন্ত্রণা
তার তুমি কতটা বুঝবে?

নরক থেকে
তোমাকে কেউ ফোন করে বললো-
"ঊহঃ কি নির্মম যন্ত্রণা এখানে।"
পরক্ষণেই তুমি তা ভুলে যাবে।
অথচ তুমিও জানো,
একদিন তুমিও সেখানে যাবে।

সকলের বুকেই অমাবস্যা!
সকলের বুকেই ঝিঁঝিপোকার
নিষ্ঠুর হি হি উল্লাস!
অথচ কারও যন্ত্রণা
আমরা কেউ কখনো বুঝি না।

স্ত্রী যখন ঘরের কোণে বসে
লুকিয়ে লুকিয়ে কাঁদছে;
স্বামী তখন বাথরুমে গাইছে-
"আহাঃ কি আনন্দ আকাশে বাতাসে"!

সেই স্বামীই পরদিন যখন
জীবন যন্ত্রনায়
আত্মহত্যা করার কথা ভাবছে-
তার স্ত্রী তখন
চোখে তৃষ্ণা নিয়ে বলছে-
"এই, আমাকে হীরের একটা নেকলেস কিনে দেবে? "

কত নিস্পৃহ নিষ্ঠুর আমরা!
কত উদাসীন উলঙ্গ জানোয়ার আমরা!

ভালোবাসো হে মানুষ, ভালোবাসো।
কিসের নিস্পৃহ উল্লাস তোমার?
জানো না-
আগামীকাল
তোমারও কালো দিন আসছে?

© অরুণ মাজী
Painting: John William Godward

উদাসীন উলঙ্গ জানোয়ার (Udasin Ulongo Janoyar)
Saturday, October 28, 2017
Topic(s) of this poem: bangla,pain,suffering
COMMENTS OF THE POEM
Shib sankar Shee 17 July 2018

Aaha ki Ananda aapnar kobita pore .dike dike sure sure bhore jabe aapnar sukhatite

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success