উন্মাদ কি কেবল আমি? (Unmad Ki Kebol Ami?) Poem by Arun Maji

উন্মাদ কি কেবল আমি? (Unmad Ki Kebol Ami?)

Rating: 5.0

কি যেন খাচ্ছি আমি?
বিষ?
নাহঃ বিষ নয়।
তোমার আগুন ঠোঁটের সুগন্ধ
আমার নিষিদ্ধ কল্পনার আচার দিয়ে
দিনরাত খাচ্ছি।

কোথায় যেন ছুটছি আমি?
মরতে?
নাহঃ মরতে নয়।
তোমার মায়াবী চোখের স্বপ্ন ধরতে
মরণের ওপারে
বাসর ঘর বাঁধতে যাচ্ছি।

কোথায় যেন ডুবছি আমি?
নরকে?
নাহঃ নরকে নয়।
তোমার নিতম্ব নদীর গভীরে
গোপন যে সব সম্পদ
তার খোঁজে যাচ্ছি।

কি যেন দেখছি আমি?
স্বপ্ন?
নাহঃ স্বপ্ন নয়।
তোমার আড়চোখের আড়ালে
কুহেলিকা আচ্ছন্ন যে আশ্রয়
তার শয়ন ঘর দেখছি।

'উন্মাদ হয়ে যাও নি তো?
এ সবই তো মরীচিকা
এ সবই তো আগ্নেয়গিরির লেলিহান শিখা! '

উন্মাদ না হয়েও কি
কম উন্মাদ আমি?
শিশুকে অনাহারে রেখে
উদরপূর্তির উৎসব করেছিলাম যেদিন
সেদিন তোমরা আমাকে
কখনো উন্মাদ বলো নি!

অথচ নারী ওষ্ঠের চিতায়
আত্মাহুতি দিতে গেলেই
'উন্মাদ উন্মাদ' কলরব করো তুমি!

হে মালবিকা
উন্মাদ কি কেবল আমি?

© অরুণ মাজী
Painting: Xie Chuyu

উন্মাদ কি কেবল আমি? (Unmad Ki Kebol Ami?)
Monday, September 18, 2017
Topic(s) of this poem: bangla,desire,fire,love,poverty,war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success