Water peacock dance // জল ময়ূরের নাচ // আজাদ বঙ্গবাসী Poem by azad bongobasi

Water peacock dance // জল ময়ূরের নাচ // আজাদ বঙ্গবাসী

Water peacock dance //
Azad Bongobasi



City of concrete
The sound of broken legs
Morning dew back snata
Dense forest of frozen
No one bird digit
Dear imagination color mix comes
around birahi
Trsnata far across the desert,
Neglected in the Middle Ages to
modern draws
Hungry boy comes Memory
Beyond the City Lanes.
Surprised by the discovery kete
Dragging down the chair
His picture up eye
Soil forming civilization Oil Rubbed
saririre
Noon
Punahjage estuary survival
Water peacock dance.


||

জল ময়ূরের নাচ//
আজাদ বঙ্গবাসী 



শহরের কংক্রিটের ভেতর
মুখর পা ধ্বনির ভেতর
ফিরে একটি শিশির স্নাত সকাল
নিথর বনানীর গহীন থেকে
কোন এক পাখির ডাক
প্রিয় কল্পনার রঙ মেখে আসে বিরহি দুপুর
বহুদূর প্রান্তরের তৃষ্ণতা পেরিয়ে,
মধ্যযুগ উপেক্ষিত আধুনিক টানে
ক্ষুধার্ত বালকের স্মৃতি আসে
শহরের অলিগলি পেরিয়ে।
বিস্মিত আবিষ্কারের পাশ কেটে-
টেনে বসে চেয়ার
চোখে চোখে উঠে তার ছবি
মাটি ঘষা শরীরিরে জাগে সভ্যতার তেল
নূন
বেঁচে থাকার মোহনায় পূনঃজাগে-
জল ময়ূরের নাচ।

Water peacock dance // জল ময়ূরের নাচ // আজাদ বঙ্গবাসী
Thursday, April 16, 2015
Topic(s) of this poem: natural
COMMENTS OF THE POEM
Jahooru Islam 16 April 2015

মধ্যযুগ উপেক্ষিত আধুনিক টানে ক্ষুধার্ত বালকের স্মৃতি আসে শহরের অলিগলি পেরিয়ে। বিস্মিত আবিষ্কারের পাশ কেটে- টেনে বসে চেয়ার চোখে চোখে উঠে তার ছবি মাটি ঘষা শরীরিরে জাগে সভ্যতার তেল নূন বেঁচে থাকার মোহনায় পূনঃজাগে- জল ময়ূরের নাচ।...................আজাদ ভাই অতুলনীয় সব কিছু গেট ১০ ফর ইট! !

0 0 Reply
Kelly Kurt 16 April 2015

I enjoyed your poem, Azad. Thank you for sharing

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success