জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..৮।...What's The Matter About Jakir Nayek? Poem by Rhymer Rhymer

জাকির নায়েকের বিষয়টা আসলে কী? ? ..৮।...What's The Matter About Jakir Nayek?

আপনি কি জাকির নায়িককে ভালবাসেন?
ভালবাসা নিয়ে দারুণ এক যাত্রায় আসুন
ভালবাসা একটা অসাধারণ বিষয়।
ভালবাসা মূলত তৈরি হয় ভরসা থেকে, নির্ভরতা থেকে, বিশ্বাস থেকে।
আসুন, ভালবাসা নিয়ে একটা অসাধারণ হাদীস দেখি,
রাসূল দ. বলেছেন, ভালবাসা অন্ধ ও বধির করে দেয়।
অর্থা আমরা যাকে ভালবাসি, তার ত্রুটি দেখতে পাই না এবং তার ভুল শুনতেও পাই না। এটা আমাদের অবচেতন মন ইগনোর করে। আমরা তার মারাত্মক সব সমস্যা থাকলেও সেটা বুঝতে অক্ষম হয়ে পড়ি।
এজন্যই রাসূল দ. বলেছেন,
কেউ ততক্ষণ পর্যন্ত মু'মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজ পরিবার স্ত্রী সন্তান সম্পদ স্বাস্থ্য এমনকি নিজ প্রাণের চেয়ে আমাকে বেশি ভাল না বাসবে।
অর্থাৎ, স্পষ্ট, অন্ধ ও বধির হতে হলে রাসূল দ.'র বিষয়ে হতে হবে। কেননা তিনি ত্রুটিহীন। কেননা তাঁর কথাই ওয়াহী। কেননা তাঁর অনুসরণই আল্লাহর অনুসরণ।
আর সেই রাসূল দ. বলেছেন, হে আল্লাহ্! আমি হাসান ও হুসাইনকে ভালবাসি! যারা এদের ভালবাসে তাদের তুমিও ভালবেসো!
এবার দেখুন, যাঁর কথা ওয়াহি, তিনি বলছেন, ইমাম হুসাইনকে ভালবাসতে। তিনি বলছেন, যে ইমাম হুসাইনকে ভালবাসবে তাকে যেন আল্লাহ্-ও ভালবাসেন। মানে আল্লাহ্ রাসূল দ.'র মাধ্যমে জানাচ্ছেন, যে ইমাম হুসাইন রা. কে ভালবাসবে তাকে আল্লাহ্ ভালবাসবেন।
সেই ইমাম হুসাইনের হত্যাকে সমর্থন করা কি তাঁর ভালবাসা?
সেই ইমাম হুসাইনের হত্যায় সেনা পাঠানো কি তাঁর ভালবাসা?
সেই ইমাম হুসাইনের সপরিবার হত্যাকারী এজিদকে ‘রাদ্বিআল্লাহু আনহু' বলা কি ইমাম হুসাইনের ভালবাসা?
আমাদের আনুগত্যের দরজা আসলে কোথায়?
আমরা কি ইমাম হুসাইনকে ভালবাসি, যাঁর রক্ত রাসূল দ.'র রক্ত এবং যাঁর মাংস রাসূল দ.'র মাংস?
আমরা কি রাসূল দ.'র আমানতকে ভালবাসি?
যদি তা-ই হয়, আমাদের ঈমানের দরজা নির্ধারণ করে নিতে হবে,
আমরা কি জাকির নায়িককে ভালবাসি?
_____________________________________
আমার উম্মাহর ব্যাপারে আমি একটা মাত্র বিষয়ে দাজ্জালের চেয়ে বেশি শঙ্কা করি।
হে আল্লাহর রাসূল দ.! সেটা কী?
তারা হল পথভ্রষ্ট ‘স্কলার'।
-মুসনাদে ইমাম আহমাদ ইবনে হাম্বল, ৫/১৪৫; ২১, ৩৩৪ এবং ২১, ৩৩৫; আবু যর গিফারী রা. বর্ণিত হাদীস।


(আলহামদু লিল্লাহ/ সমাপ্তি মোট ৮ ভাগে প্রকাশ/ মুল গোলাম দস্তগীর লিসানী এর লেখা থেকে এডিট))

Wednesday, May 2, 2018
Topic(s) of this poem: thinking
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success