মাথা Poem by Madhabi Banerjee

মাথা

সেই ছেলেবেলা থেকে দেখে আসছি
আমার তো মাত্র একটিই মাথা
এবং সেটা ঘাড়ের উপরেই অবস্থিত
সেটিকে আমি ইচ্ছে মত ডাইনে কিংবা বামে
সামনে কিংবা পিছনে নাড়াচাড়া করতে পারি।
এই মাথাটার উপরেই সকলের যত আক্রোশ
দুষ্টুমি করলে মায়ের রাগ- ফলে মায়ের ইচ্ছে
এক চড়ে ঘাড় থেকে নামিয়ে দেয় মাথাটা।
পড়া না পারলে স্কুলের মাষ্টার মশাইরা
বেত উচিয়ে –এ ও পড়া করনি কেন?
ঠিকমত পড়া না করলে-মাথাটা ঘাড় থেকে নামিয়ে দেব
ভাউচারে ২%-এ বাধা পাওয়া সহকর্মীরা তো
মাথা কড়মড় করে চিবিয়ে খায় আর কি!
সংসারে স্বামীর উক্তি-তোমার মাথায় গোবর ভরা
ওটা ঘাড়ের ওপর না থাকাই উচিত
এরকমভাবে আমার মাথাটাকে ঘাড় থেকে নামিয়ে
উচিত ইচ্ছে অনেকেরই আছে
যেমন অফিসের বস শাশুড়ি ননদ ইত্যাদি..ইত্যাদি
কিন্তু কী আশ্চর্য অবাক কান্ড
এরকম উচিত এবং সদিচ্ছা সত্ত্বেও
মাথাটা আমার বহাল তবিয়তে আছে
ঘাড়েই আছে
একচুলও কেউ নামাতে পারেনি, নোয়াতেও পারেনি
বরং একটু ঝজুই হয়েছে।

Thursday, September 24, 2015
Topic(s) of this poem: philosophical
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success