ভাঙ্গা ফুলদানি ।। সুলি প্রুদম Poem by Rahman Henry

ভাঙ্গা ফুলদানি ।। সুলি প্রুদম

Rating: 5.0

সুলি প্রুদম এর কবিতা

।। ভাঙ্গা ফুলদানি ।।


ফুলদানিতে গোলাপগুলো মরতে বসেছিলো
বিজলিপাখার ঝটকাতে কাচ অন্তঃফাটা
ঝাড়ুর মত চটকে যদি ফেলেই দিতো
নজরকাড়া শব্দ হতো।

স্বচ্ছ কাচে সামান্য সেই ফাটলটুকু
দিনে দিনে বাড়ছিলো খুব,
প্রায় না-দেখায় ছোট্ট ক্ষত
সমগ্রকে ঘেরাও দিলো।

ফোঁটায় ফোঁটায় ঝরছিলো জল
নিঃশেষিত হচ্ছিলো সেই পুষ্পরসও
কারও মনেই জাগেনি সন্দেহ কোনও;
হাত দিও না, এ ফুলদানী ভাঙ্গা এখন।

মন না ছুঁয়েই যে সব হাতে হাত রাখা হয়,
ঠিক এরকম ফুলদানি; সে মিথ্যে প্রণয়।
নিজের থেকেই ফাটল ধরে, ভাঙ্গতে থাকে,
কেন্দ্রে ফোটা প্রণয়-পুষ্প যায় ঝরে যায়।

জগৎ জানে বেশ আছে তো, অক্ষত সে!
অন্তরে বাহিরে তখন কষ্ট টাটায়
বাড়তে থাকে মৌন এবং মিহি-রোদন
হাত দিও না, সেই হৃদয়ও ভাঙ্গা তখন।


*
The Broken Vase
by
Sully Prudhomme

** Bengalized by Rahman Henry

This is a translation of the poem The Broken Vase (Trans. Of Sully Prudhomme) by Pete Crowther
Tuesday, October 6, 2015
Topic(s) of this poem: love,love and loss,philosophy
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 06 October 2015

এখানে খুব বিস্ময়কর কবিতা ভাগাভাগি করে। সত্যিই মজার ভাগাভাগি করা হয়।এই সুন্দর কবিতা দর্শন ও ভােলাবাসা।......10

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success