শুধু এটুকুই বলার অাছে ।। উইলিয়াম কার্লোস উইলিয়ামস
Rating: ★5.0
ফ্রিজের আইসবক্সে
যে আলুবোখারাগুলো ছিলো
সেগুলো
খেয়ে ফেলেছি
এবং ফলগুলো
তুমি হয়তো
সকালের নাস্তার জন্য
জমিয়ে রেখেছিলে
মাফ কোরো
খুব স্বাদের ছিলো ওগুলো
এতো মিষ্টি
আর এতো ঠাণ্ডা
* Bengalized by Rahman Henry
** Original:
This Is Just To Say- Poem by William Carlos Williams
Wednesday, January 27, 2016
Topic(s) of this poem: love,memory