অমূল্য সম্পদ Poem by Madhabi Banerjee

অমূল্য সম্পদ

কোনো খরচা লাগে না
রোদ পোহাতে, স্নিগ্ধ চাঁদকে দেখতে
ঈশ্বরের এ দানগুলো খুব সুন্দর।
প্যাকৃতিক এ সৌন্দ্যর্যের এক স্বর্গীয় ছন্দ আছে।
বৃষ্টি ধারার জন্য কোনো খরচা লাগে না
মৃদুমন্দ বাতাসও বিনামূল্যে পাওয়া যায়
পাখিদের মিষ্টি কাকলি বেশ মধুর
মহানব্যাক্তর সান্নিধ্য বেশ আনন্দদায়ক।।
আমরা প্রভাতের উদিত সূর্য এবং সূর্যাস্ত আনন্দে উপভোগ করি।
আমরা বিনা পয়সায় শ্বা প্রস্বাস নেই
আমরা পশুপাখিদের বিশ্বস্ততার পরিচয় পাই
শিশুর কোমলতাও বিনামূল্যে পাই।

যখন রাত্রি নেমে আসে-আমার খুব ভাল লাগে
আমার বোধগম্য হয়
এ পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কিনতে হয় না
এগুলো অমূল্য!

This is a translation of the poem It Costs Nothing by Larisa Rzhepishevska
Sunday, January 1, 2017
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
archana bandyopadhyay 23 May 2019

কি ভালো অনুবাদটা করেছ। কবিতাটি যেন নতুন করে লিখেছ। খুব ভালো লেগেছে।

1 0 Reply
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success