অন্যথায় একা Poem by Musfiq us shaleheen

অন্যথায় একা

Rating: 5.0

....
মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ
প্রতিটি সকাল
প্রতিটি শ্বাস
এমনকি মৃত্যুর রাস্তায়
আমি একা
ভাঙা হাড়ের সঙ্গে হাঁটা

যখন মৌসুমী বায়ু বয়
এই সংকীর্ণ গলিতে
ভালোবাসা আমার প্রশস্ত শিরাতে
যেন ভারী বৃষ্টিতে গতিময় স্রোতধারা
অন্যথায় একা
শুধু অতীত কাল

অন্ধকারে আমি শুনি
একটি দূরবর্তী আর্তনাদ
স্বপ্নে ছিল
একটি সুন্দর পার্ক
সেখানে স্পষ্ট নখের থাবা
যার কোনো কারণ খুঁজে পায়নি

স্রোতের প্রবাহ কমে যাচ্ছে
এই পুরোনো শহরের মধ্যে
প্রবাহিত পাথর জীর্ণ ভঙ্গুর
ঘূর্ণায়মান আর একা
আমার ভাঙা হাড়ের মত
.....

মুশফিক উস সালেহীন

This is a translation of the poem Alone Else by Musfiq us shaleheen
Friday, August 19, 2016
Topic(s) of this poem: alone,dark,death,life,love,sad
COMMENTS OF THE POEM
301 / 285
Musfiq us shaleheen

Musfiq us shaleheen

Khulna, Bangladesh
Close
Error Success