শুকপাখি Poem by Madhabi Banerjee

শুকপাখি

আমার হৃদয়ে এক শুকপাখি বসত করে
ও মাঝে মাঝে বেরিয়ে আসতে চায় সবার সামনে
কিন্তু এ ক্ষেত্রে আমি খুব কঠোর
আমি বলি-শান্ত হয়ে বসে থাক
আমি চাইনা যে তোমাকে কেউ দেখে ফেলুক
আমার হৃদয়ে এক শুকপাখি বসত করে
ও মাঝে মাঝে বেরিয়ে আসতে চায় সবার সামনে
কিন্তু এ ক্ষেত্রে আমি খুব কঠোর
আমি বলি-শান্ত হয়ে বসে থাক
আমি ওকে পানীয় দেই, নেশার বস্তু দেই
আমার বুদ্ধিমান স্বজনেরা বন্ধুরা কেউ বুঝতেই পারে না
যে ও আমার মধ্যে এক শুক পাখি আছে।।
কিন্তু ও মাঝে মাঝেই সবার সামনে বেরিয়ে আসতে চায়
আমি বলি ‘শান্ত হও, তুমি কি চাও আমার সকল শৃঙ্খলাবদ্ধ
কাজগুলো লন্ডভন্ড হয়ে যাক
আমার হৃদয়ে এক শুকপাখি বসত করে
ও মাঝে মাঝে বেরিয়ে আসতে চায় সবার সামনে
কিন্তু এ ক্ষেত্রে আমি খুব কঠোর
ধূর্ত আমি মাঝে মাঝে ওকে মাঝরাতে বের করে আনি
যখন সবাই ঘুমিয়ে থাকে।
আমি বলি তুমিতো আমার হৃদয়ে আছ
দুঃখ করো না, ওকে কোলে তুলে নেই খুব আদর করি
ও গান গায়, আমি ওকে হারাতে চাই না
আমার কান্না পায়, মানুষকে কাঁদাতে এ এক ভাল পন্থা।
এরপর আমরা একসাথে ঘুমাই

Friday, September 9, 2016
Topic(s) of this poem: philosophical
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success