কাঠবিড়ালী ওপাহাড় Poem by Madhabi Banerjee

কাঠবিড়ালী ওপাহাড়

কাঠবিড়ালী আর পাহাড়
বেঁধেছিল ঝগড়া মধ্যে দুজনার।
পাহাড় বলল'ওরে ফচ্কে
তুই তো বটে এক ক্ষুদে ছিচ্কে,
শুনে কাঠবিড়ালী তাই
দিল জব্বর জবাবটাই।
'মানি তুমি সন্দেহাতীত বিশাল,
কিন্তু, ভাই এ টাতো কপাল
সব কিছু মিলে এই ব্রহ্মান্ড হ'ল
সকল ঋতুর সমন্বয়ে একটি বছর সাজল।
এ কথাটি মনে রেখে ভাই
নিজের অবস্থানে তৃপ্ত হওয়া চাই।
নাই বা হ'ল আমার তোমার মতো বিশাল বপু
নও তুমি আমার মতো ক্ষুদ্র দেহী বাপু।
ওগো শৈল পতি
কোথায় তুমি পাবে আমার ক্ষিপ্রগতি।
এসংসারে আছে গুন বহুবিধ
ভিন্ন জনের ভিন্ন রকম এটাই বিদিত।
অবশ্যই আমি অক্ষম বহিতে বনভূমি,
একটি বাদাম ছাড়াতে তেমনি বাপু অক্ষম তুমি।

This is a translation of the poem Fable by Ralph Waldo Emerson
Friday, December 2, 2016
Topic(s) of this poem: fable
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success