আমি যা আমি তাই.......... Poem by Madhabi Banerjee

আমি যা আমি তাই..........

আমি যে রকম আমি সে রকমই....

আমি সেটাই দেখি যেটা আমি দেখতে চাই
শুধু আমার মধ্যে আলো আছে
আমি সেটাই শুনি যেটা আমি শুনতে চাই
শুধু আমার মধ্যে সুর আছে
আমি সে ঘ্রাণটাই আস্বাদন করি যে ঘ্রাণ আমি চাই
শুধু সফলতা আমার মধ্যে আছে
আমি স্বাদ গ্রহন করি যে স্বাদে আমার লোভ আছে
শুধু আমার মধ্যে দয়া আছে
আমি সেটা স্পর্শ করি যেটা আমি অনুভব করি
শুধু আমার মধ্যে ভালবাসা আছে।

This is a translation of the poem I Am What I Am... by Richard Wlodarski
Monday, February 20, 2017
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success