ইবাদতে লাভটা কি? Poem by Rhymer Rhymer

ইবাদতে লাভটা কি?

ইবাদত কি দিবেঃ
সকল কর্মকাণ্ড আল্লাহ ও তাঁর রসুল সঃ এর নির্দেশ মতো চালানোই ইবাদত
ইবাদত আল্লাহর সান্নিধ্য দিয়ে অন্তর বিশুদ্ধ করে
ইবাদত বাতেনি ইন্দ্রিয়গুলোকে সুস্থ ও সবল করে সদগুনের বিকাশ করে
ইবাদত আল্লাহ আর বান্দার গভীর সম্পর্ক তৈরি করে
ইবাদতে বান্দা আল্লাহর প্রতি আর আল্লাহ বান্দার প্রতি রাজী ও খুশী হয়
ইবাদতে ইন্সাআন কামিল হয়
ইবাদত দিবে আল্লাহ কে চেনা ও জানার শক্তি

Monday, September 30, 2019
Topic(s) of this poem: prayer,worship
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success