জাহান্নাম কাদের জন্য? Poem by Rhymer Rhymer

জাহান্নাম কাদের জন্য?

Rating: 5.0

যারা আল্লাহর হুকুম অমান্য করে
এভাবে জ্ঞান অর্জনের দরোজা বন্ধ করে
এরা বহু জীন ও ইন্ছান
এদের দিল আছে কিন্তু বন্ধ,
চোখ আছে কিন্তু অন্ধ,
কান আছে কিন্তু আরকালা;
এরাই জানোয়ার সদৃশ
যারা শয়তান ও নফছের পূজারী
দুষ্ট নফছ ও শয়তানের প্ররোচনায়
তারা বহু খোদা তৈরি করেছে তার কোন শেষ নাই
লোকদেখানো কাজ আর দুনিয়ার ভোগ বিলাশে মত্ত
এই শ্রেণীটা বংশ গৌরব, আধিপত্য বিস্তার, বিদেশ বিভুই ভ্রমণ, আহার নিদ্রা, পোশাক পরিচ্ছদ, বেহুদা আলাপে মগ্ন
আল্লাহ র ইবাদত তো চোখ, কা্ন আর দিলের বিষয়
এর বেতিক্রম বা কমতি ই হল গোলমাল ভুল আর নফছানিয়াত
এরা ইবাদতের মজ্জায় যেতে পারে না,
উপলব্দি করতে পারে না এর মিষ্টতা
আর এরাই নিকৃষ্ট জানয়াররুপি মাটির মানুষ
এরা ইঞ্ছান ই কামিল নয়
আর শেষ বিদায়ে আফসোস করে বলেঃ
"আল্লাহ আমাকে আবার সময় দাও, ভাল হয়ে ফিরে আসি।"

Monday, September 30, 2019
Topic(s) of this poem: real life,real success,realisation,realistic
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 01 October 2019

Jahannam the helI the wrong doer always lives in helI cause of unstable mind!

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success