দুঃখকে বলা কথা ।।দেনিস লেভেরতভ Poem by Rahman Henry

দুঃখকে বলা কথা ।।দেনিস লেভেরতভ

Rating: 5.0


.
আহ, দুঃখ, আমার উচিত নয়
তোমাকে গৃহহীন কুকুর মনে করা
যে কি-না মাংসহীন হাড্ডির খোঁজে
নির্লজ্জের মতো, পিছন দুয়ারে আসে।
তোমাকে বিশ্বাস করা উচিত।

আমার উচিত তোমাকে প্ররোচনা দিয়ে
ঘরে আনা এবং তোমার জন্য নিজস্ব করে দেয়া
ঘরের একটা কোণা,
শোবার জন্য জীর্ণ মাদুর,
জলপানের জন্য নিজস্ব একটা বাটি দেয়া।

তুমি যে আমার বারান্দার নিচেই বসবাস করো
ভাবছো, আমি সেটা জানি না।
শীত আসবার আগেই নিজের প্রকৃত বাসস্থানে
প্রস্তুতি নেবার আশায় লালায়িত তুমি। নিজের জন্য
তোমার একটা নাম দরকার,
একটা গলবন্ধ আর ট্যাগ। তোমার দরকার
অনুপ্রবেশকারীদের ধমকে দেবার অধিকার,
দরকার
আমার বাড়িকে তোমার নিজের বাড়ি মনে করা
আর আমাকে মনে করা তোমার নিজস্ব মানুষ
এবং নিজেকে মনে করা
আমারই নিজস্ব কুকুর।
.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* দেনিস লেভেরতভ [২৪ অক্টোবর ১৯২৩ - ২০ ডিসেম্বর ১৯৯৭]: মার্কিন কবি। পুরোনাম: প্রিসিলা দেনিস লেভেরতভ। ব্রিটিশ মা ও রুশিয়ান ইহুদি বাবার কন্যা লেভেরতভের জন্ম ইংল্যন্ডের এসেক্সে। মৃত্যূবরণ করেছেন মার্কিন দেশের সিয়াটলে। ১২ বয়সে তিনি নিজের লেখা কবিতা টি.এস. এলিয়টের কাছে পাঠান এবং ১৭ বয়সে প্রথম কবিতাগ্রন্থ [The Double Image] প্রকাশ করেন। ১৯৪৭ সালে [২৪ বছর] তিনি মার্কিন লেখক মিচেল গুডমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মার্কিন দেশে বসবাস শুরু করেন। ১৯৫৫ সালে, প্রকৃতিবাদী হিসেবে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

তার কবিতা সেদেশের পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত আছে।
.
.
#DeniseLevertovPoems

This is a translation of the poem Talking To Grief by Denise Levertov
Thursday, October 24, 2019
Topic(s) of this poem: grief
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 24 October 2019

আহ, দুঃখ, আমার বাড়িকে তোমার নিজের বাড়ি মনে করা আর আমাকে মনে করা তোমার নিজস্ব মানুষ এবং নিজেকে মনে করা আমারই নিজস্ব কুকুর।/// fantabulous banglion///

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success