হৃদয়ের পথে খুঁজো Poem by Madhabi Banerjee

হৃদয়ের পথে খুঁজো

দিদি আমি যখন তোকে কিছু দিতে চাই
তুই বলিস-‘তুই একটা বাউন্ডুলে'
যখন তোর পছন্দের খাবার কিংবা অন্যকিছু কাছে আসে
তখন তোর কথা মনে পড়ে যায়
তুই বলিস-‘তুই একটা আস্ত পাগল'
যখন আমার সঙ্গে যেতে হবে -বলে জিদ ধরে বসে থাকি
তখন তুই বলিস ‘তুই একটা আস্ত ছিটেল'
যখন বলি ‘হাতের কাজ রাখ, আমার কবিতা শোন নুতন কবিতা'
তখন বলিস ‘অবুঝ হলে চলে? আচ্ছা বয়স তো বাড়ছে বুদ্ধি তো বাড়ল না'
তোর কথা শুনি আর হাসি মিটি মিটি।
বলিস ‘হ্যারে মান অভিমানের বালাইও কি নেই তোর মধ্যে? '
শোন দিদি-
আমার কাজে সকলে বুদ্ধির ছোঁয়া পায়
আমার বক্তব্যে সকলে আমার জ্ঞানের প্রশংসা করে
আমার চলনে বলনে সবাই অহং খুঁজে পায়
আমার গাম্ভীর্য্যকে সকলে সমীহ করে
আসলে জানিস দিদি
সকলের কাছে আমি আমার জ্ঞান বুদ্ধি আমার অভিমান আমার অহংকার
এ বর্মগুলো নিয়েই থাকি
কিন্তু যখন তোর কাছে আমি যাই
আমার জ্ঞান আমার অভিমান আমার বুদ্ধি আমার অহংকার
এ সকল বর্মগুলো ঝেড়ে ফেলে তবেই যাই
যেতে সাহসী হই।
তোর কাছে যখন যাই হৃদয়ের পথ ধরেই যাই
মায়ের কাছে যেতে হলে হৃদয়ের পথই হল পথ
না হ'লে যে হৃদয়ে অমৃতরস নেওয়া যায় না
আর দিদি সে তো মায়েরই মতো

Monday, March 27, 2017
Topic(s) of this poem: sisterly love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success