মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি Poem by Madhabi Banerjee

মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি

Rating: 5.0

মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি
মাধবী বন্দ্যোপাধ্যায়


মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি
যতক্ষন দম ততক্ষন লাল পান বেগম
ছেলেবেলায় এই পাত্তি দিয়ে তাস খেলি
রং মিলান্তি খেলা।
যে যখন আদর করে
সেটাকেই রং ভেবে বসি
এক সময়ে রং বেরং হয়ে যায়
ধীরে ধীরে শুরু হয় দুগ্গি তিগ্গির ধামাল
ওরাই তখন মাত করে দেয়
মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি
মেয়েরা তো ভেড়া-বকরির মতো
যে দিকে লাঠি ঘোরায় সেদিকেরই রাস্তা ধরে।
যৌবনে খেলা শুরু রামি খেলা ব্রে খেলা
বাজি মাত করতা প্রয়োজন জোকারের
যদি বা কখনো চমক দেখায় ইস্কাবনের বিবি
কিংবা মাত করে লালপান বিবি
কখনো দেখায় তুরুপের যাদু, কখনো নহেলা পে দহেলা
ওদের তখন মজা ই মজা
মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি
বৃদ্ধ বয়সে চলে ব্রীজ খেলা
কখন কিভাবে রং আসে বোঝাই দায়
দেখা গেল দুগ্গি তিগ্গির দাপট
তখন ইস্কাবনের বিবিও এক তুরুপে ঘায়েল
দেবর দেবরানির মতো জাকিয়ে বসে রংএর জোরা
এরকম মাতপ্রতিঘাতে চলে জীবন।
মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি।।

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 15 November 2019

দেবর দেবরানির মতো জাকিয়ে বসে রংএর জোরা এরকম মাতপ্রতিঘাতে চলে জীবন। মেয়ে নই ……আমরা হলাম তাসের পাত্তি।।...This is an excellent poem very beautifully penned. Thank you very much for sharing this.10

0 0 Reply
Madhabi Banerjee 21 November 2019

thanks a lot for your good appreciation

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success