মাংস পিন্ড Poem by Madhabi Banerjee

মাংস পিন্ড

মাংস পিন্ড
মাধবী বন্দ্যোপাধ্যায়

চুপচাপ কিন্তু চাহনি ভীতি পূর্ণ
এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজছে
হাতে যেটা এল
সেটা এক মাংস পিন্ড।
কারোর কাছে ওটা হিন্দুর
কারোর কাছে ওটা মুসলমানের
কেউ বলেছে এটা উগ্র সাম্প্রদায়িকতার ফল
কেউ বলেছে এটা ধর্মনিরপেক্ষতার বিরোধী কাজ।
কিন্তু দুধমুখ অবোধ শিশুটির কি দোষ।
ও ভেবেছে এটা মায়ের স্তন
অতএব মুখে পুরে দিল
মুখ দুধের বদলে রক্তে ভরে গেল।

লাসের পাশে রক্তমাখা মুখে
এক অবোধ শিশুর মুখ।

ও এ দেশের ভবিষ্যত ।

Wednesday, November 20, 2019
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success