আমি সেক্সপীয়রের ভক্ত Poem by Madhabi Banerjee

আমি সেক্সপীয়রের ভক্ত

আমি সেক্সপীয়রের ভক্ত ঃঃ মাধবী বন্দ্যোপাধ্যায়

আমার ছেলেবেলা অতিক্রান্ত হওয়ার পর থেকে
কয়েকজন মহৎ মনের সঙ্গে দিন কাটে আমার
তাদের মধ্যে যিনি আছেন
তারঁ জন্ম ২৬ এপ্রিল ১৫৬৪ এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬
তিনি নাটক কাব্য নাট্য ট্র্যাজিক নাটক কমেডি এবং সনেটে সৃষ্টিতে সিদ্ধহস্ত
তার কলমের ফসল ‘to be or not to be'
তার রচিত নাটকে জেনেছি প্রকৃত বন্ধুত্বের নিদর্শন হ'ল
যাদের টাকার ব্যাগ একটি।
তার লেখা থেকে জেনেছি actual signs to know
Faithful friends from flattering foe.
তিনি সর্বকালের সেরা লেখক
যার কর্মকান্ড দেশ কাল পেরিয়ে শতাব্দী পর শতাব্দী অতিক্রম করেছ।
তিনি যা্ এনেছেন তার কলমের ডগায় মানুষ ছুটে গেছে
পিপীলিকা যেমনভাবে ছুটে যায় আলোর উৎসমুখে।
ওথেলো ম্যাকবেথ হ্যামলেট জুলিয়াস সীজর সহ ৩৮ নাটক লিখেছেন
তার সৃষ্ট নাটক্ এবং নাট্য চরিত্র
এমন এক বাস্তবতা প্রকাশ করে যা চিরন্তন
যে চরিত্র দিনকাল যুগ অতিক্রম করেছে।
একটি চিন্তাধারা হয়ত ভালবাসতে পারে না
কিন্তু একটি চিন্তাধারা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে
সেই চিন্তাশীল ব্যক্তিত্ব হয়ত সাথে থাকে না
কিন্তু তার সেই ভাবনা প্রতিনিয়ত সাথে থাকে।
নতুন হয়, নতুনের জন্ম দেয়।
ওর সৃষ্ট যে কোনো শব্দ নাও,
দেখবে সেটা থেকে অনেক অনেক ভাবনা স্বপ্ন
তোমার চোখের সামনে বিচ্ছুরিত হচ্ছে।
সুতরাং তুমিও ওর একটি বই তুলে নাও।
একবার পড়, অনুধাবন কর, বলা যায় না
তুমিও আমার মতো সেক্সপীয়রের ভক্ত হয়ে যাবে।

Sunday, May 21, 2017
Topic(s) of this poem: personality
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success