জায়গার জিনিস জায়গায় রাখ Poem by Madhabi Banerjee

জায়গার জিনিস জায়গায় রাখ

মা বলে বাবা বলে স্বামীও বলে
এক ঊরণচন্ডী বাউন্ডুলে মেয়ে
হিসাব করে খরচ করে না জায়গার জিনিস জায়গায় রাখে না
প্রয়োজনের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না
এরকম ভাবে চললে ভবিষ্যতে ভোগ এড়ানো দায় হবে যে।
মেয়েটি হেসে বলে ‘আপনি আচরি ধর্ম অপরে শেখাও'
তোমাদের ইচ্ছে মত খরচ সঠিক, আমার ইচ্ছেটা বেহিসাবী।
তোমরা তো নিজেরাও জায়গার জিনিস জায়গায় রাখ না
খাঁচার পাখীটাকে ছেড়ে দাও বনে
ইচ্ছে মত উড়ে যাক গান করুক আপন আনন্দে
খাঁচাটাতো পাখির জায়গা নয় তবে কেন খরচ করা অকারণে।
গাছগুলোকে মাটি থেকে উপড়ে কেন লাগাও টবে
টবটা তো গাছের জায়গা নয়
দশ বছরের শিশুটির জন্য কি চায়ের দোকানটা উপযুক্ত জায়গা?
শিশুটির বইএর ঝোলাটির ওজন ওর নিজের ওজনের থেকে বেশি
বইগুলো কি ঠিক জায়গায় আছে?
শিশুগুলোর সঠিক জায়গা খেলার মাঠ
শিক্ষিত যুবক ছেলেগুলো সময় কাটায় রকের আড্ডায় নয়ত চায়ের দোকানে
পেরেছ কি দিতে তোমরা ওদের উপযুক্ত স্থান
দিয়ে এক কাজের সন্ধান।
নব্বই বছরের বৃদ্ধাকে মাকে যখন বল ‘তোমার ঘর ছাড়তে হবে মা
তোমাকে আমি আর রাখতে পারবো না'

বৃদ্ধাবাস কি মায়ের জন্য সঠিক জায়গা বলোতো -এ বেলা
তার বেলা?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success