গানওয়ালা Poem by Pritam Bhowmick

গানওয়ালা

Rating: 5.0

মিথ্যে আশার বাঁধন যখন
আলগা হয়ে পলাতক,
ইচ্ছেরা সব চড়ুইভাতির
নিরুদ্দেশের পর্যটক,
সেই সময়ে গরম চায়ে
ধোঁয়ার সাথে মন উড়ু,
সমাজের কেউকেটাদের
কোঁচকালে কোঁচকাক ভুরু,
পেনের খোঁচায় লিখছি কিসব,
আঁকছি হাবিজাবি,
নাহয় আমায় নাই বা দিলে,
তোমার মনের চাবি,
নাহয় গোলাপ হানল আঘাত,
চকলেট হল তেঁতো,
গানওয়ালার কণ্ঠ থেমে যাওয়া
সহজ নয়ত এত,
ভালোবাসলে ত্যাগ করা যায়,
যায়না মিছিমিছি বন্ধু খেলা,
যারা সেটা পেরে ওঠে,
মনে ভেজাল রয়েছে মেলা ।

Saturday, June 10, 2017
Topic(s) of this poem: bangla,hope,inspiration,life,music
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pritam Bhowmick

Pritam Bhowmick

Kolkata
Close
Error Success