এক নিত্যতা ।। আর্চিবল্ড ম্যাকলিশ
●
.
এখানে কোনও গোধূলি ছিলো না,
প্রত্যূষ আর আসবে না এখানে কোনও,
শুধুই রয়েছে বর্তমান, আর বর্তমান,
ঘাসের ভেতরে বাতাসের ধ্বনি শোনো।
যে সব দিবস স্মরণ করতে পারি
এখনও অন্তরে, ঘটমান এই কাল;
যে সব দিবস স্বপ্নাই, শাদা ফুলে
তারাই ভরাবে পীচবৃক্ষের ডাল।
মরণ কখনও থাকবে না এইখানে
বাতাস-লাগা ঘাসে এ-বর্তমান;
এ মুহূর্তের আন্দোলিত পত্রে ও পল্লবে
কখনও ছিলো না মৃত্যু নামক গান।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* আর্চিবল্ড ম্যাকলিশ (৭ মে ১৮৯২ - ২০ এপ্রিল ১৯৮২) : স্কটিশ বংশোদ্ভুত মার্কিন কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গ্রন্থাগারিক ও আইনশাস্ত্রবিদ।
.
* #ArchibaldMacLeishPoems
Nice trsnslation.Amusing to read in bengali language. I like to read... মরণ কখনও থাকবে না এইখানে বাতাস-লাগা ঘাসে এ-বর্তমান; এ মুহূর্তের আন্দোলিত পত্রে ও পল্লবে কখনও ছিলো না মৃত্যু নামক গান। Thank you for sharing here.