... আয় ঘুম যায় ঘুম Poem by Krishnendu Adhikary

... আয় ঘুম যায় ঘুম

নামেনা বৃষ্টি আর চোরা স্রোতে সে যায় ভেসে
ওঠে না রামধনু, নেই জমাট মেঘ আকাশে
খেয়াল নেই আমিই সেই ছেঁকা খাই মাঝরাতে;
জানি উঠবে সূ্র্য্য, ফুটবে আলো খনিকের মধ্যে…
নেই ঘুম, ক্লান্ত দু চোখ পথ হারাই;
নেমে আসে ঘুম শিরদাঁড়ার ধাপে ধাপে
কেউ কি টের পাই? ?
বেআব্রু চোখের পাতা আমার নিস্তব্ধ চারদিকে,
আয় ঘুম যায় ঘুম,
দত্ত পাড়া দিয়ে!
ওড়ে না গাংচিল, শুকনো ঝিল, শূন্য চোখ
লাগে না ভালো মন এই প্রথম কঠিন শোক;
খেয়াল নেই বেসামাল আমিই এই মাঝরাতে
অন্য কোনো খানে খুঁজ্তে গিয়ে মানে
দুশ্চিন্তার অভাবে,
শিল্পছিত্ত্ ফাপে আবহমান প্রবাহে,
যন্ত্রণার অন্ধকারে ভাষাবল শূন্ন্য প্রায়;
আমার প্রাপ্য ন্যায্য, বিরতি দিয়েছি সব কার্য
কাটছে সময় ক্রমশ রাস্তা পার অবিরত,
উপমা লিখব না আর অনেক শক্ত
বর্ননার আড়ালে রোমাঞ্চ এড়িয়ে নির্দ্বিধায়;
নাড়ীর টান স্তব্ধ ইরা-পিঙ্গলা-সুষুম্নায়
অভাগ্যের দেবতা নেপথ্যে খিলখিলিয়ে হাসে
উপহাস, পরিহাসে
বেআব্রু চোখের পাতা আমার নিস্তব্ধ চারদিকে,
আয় ঘুম যায় ঘুম,
দত্ত পাড়া দিয়ে!

... আয় ঘুম যায় ঘুম
Friday, June 30, 2017
Topic(s) of this poem: emotions,insomnia,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success