... বৃষ্টি: Eagerly Waiting! ! ! Poem by Krishnendu Adhikary

... বৃষ্টি: Eagerly Waiting! ! !

Rating: 5.0

দুহাত ভিজে, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে
বসে আছি জানালার ধারে
এই তো সেদিনের কথা,
কত কথা রেখে এসেছিল আমার কাছে...
ছুটে এল তার এলোচুলের গন্ধ!
ফুরফুরে বাতাসে স্নান করে আমার দিকে
সেদিনের পর যখনই তার স্পর্শে
নৌকো ভাসিয়েছি,
ওড়না উড়িয়ে উধাও দুঃস্বপ্নের মতো
টুকরো টুকরো মেঘ আর কুয়াশা যত
বলে গেছিল আসব, আবার আমি আসব
জমাট রক্ত ধুয়ে, সারিয়ে তুলব ক্ষত!
কই এখনও এলো না সে,
ব্যস্তবাগীশ রাজপথ ছেড়ে
শহরের কত গন্ধমাখা অলিগলি পথ ধরে
আমার সাথে হেঁটে বেড়াতি
চোখধাঁধানো রূপ দেখে থমকে দাঁড়াত গাড়ি!
বেসামাল ট্রাফিক পুলিশও ভাববে কত সুন্দর ছিল
তার শৈশবের দিন!
কই কখনও এলো না তো সে,
বলেছিল ভাসিয়ে দেবে ভন্ড স্বরলিপি!
যত অযোগ্যদের স্বপ্ন ছারকারের ঢিপি
রাজপথ আর ফুটপাথ এক করে দাও
বলেছিলে ডুবে যাবে বেহায়া উৎসব!
কলার ভেলা ভাসাবে শুধু কংক্রিটের পথে
আমি যে সোনারতরী সাজিয়ে বসে আছি!
কথার খেলাপ না করে তুমি আসবে তো বৃষ্টি?

... বৃষ্টি: Eagerly Waiting! ! !
Friday, June 30, 2017
Topic(s) of this poem: love and life,missing,rain
COMMENTS OF THE POEM
Jazib Kamalvi 30 June 2017

Seems good but could not read the script. Thanks.

1 0 Reply

because it is written here in bengali language.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success