...মার্কশিট Poem by Krishnendu Adhikary

...মার্কশিট

চিনচিনে অন্তঃস্থলে, বুকে পিঠে গোড়ালিতে
চিমটি কাটে কুহেলিকা..
তীব্র টেনশন রুপান্তরিত বহ্নিশিখা
মসৃণ ত্বকে হালকা ঘামের প্রলেপ
দৃষ্টি চলভাষের পর্দায় নিক্ষেপ
জুবুথুবু বদন, কায়া থরহরি কম্পমান..
হে পরমাত্মা ঈশ্বর! কান্ডারী তুমি দাও পরিত্রাণ
দীর্ঘশ্বাস নির্গত নাসিকা ন ন স্বরে অনুনাসিক,
অবস্থা শোচনীয় কারণ পরীক্ষাটি ছিল উচ্চমাধ্যমিক!
ভুত-ভবিষ্যৎ-বর্তমান জীবন পার আর একটি ধাপ,
বলছি ফেল করাটা কি মহাপাপ?
সব চলবে আগের মতোই
তোমারও জুটবে ঠাঁই...
সারা পৃথিবী চাই তোমাকে, পৃথিবীর হাত ধরো
তুমি ঘুমিয়ে পড়ো এবার, একটা রাত্রি বাকি আছে,
অপেক্ষার ক'টা মাত্র ঘন্টা নাও কাটিয়ে
সারা জীবনতো পড়ে রয়েছে!
কতো শখ কতো ইচ্ছে উঁকি মারে নিদ্রিত মগজে
ঠাসা রসায়ন পদার্থ খাতা ভর্তি কাগজে
ভোরের টিউশনের কষ্টে পূবের সূর্য টাও কাশে
কাল থেকে ছুটি তোর অঙ্ক ক্লাসে!
অ্যাড্রেনালিন রাশ বৃদ্ধি পাবে কতো কতো হার্টবিট,
স্বপ্নের দোরগড়ায় পৌছে দেবে কয়েক আউন্সের মার্কশিট!

...মার্কশিট
Tuesday, July 4, 2017
Topic(s) of this poem: failure,goal,success
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success