গোলাপ ।। আব্রাহাম লিঙ্কন Poem by Rahman Henry

গোলাপ ।। আব্রাহাম লিঙ্কন

Rating: 5.0

গোলাপ ।। আব্রাহাম লিঙ্কন

.
তরুণী তুমি, আর আমি বার্ধক্যের যানে;
তুমি আশাবাদী, স্বপ্ন নেই আমার অন্তরে—
উপভোগ করো জীবন, যা শীতল হচ্ছে এখানে—
তোলো গোলাপগুলোকে এখানে ওরা পড়ছে ঝরে।

শেখাও তোমার প্রেমী'কে গুপ্ত শয়ন—
দ্রুতই এ রৌদ্র হারাবে ছায়ায়—
বর্তমান যে কোনও দিনের মতই উৎকৃষ্ট চয়ন—
তোমাকে চেয়ে, গোলাপ, এখানে সে ভুগছে হতাশায়।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* আব্রাহাম লিঙ্কন (১২ ফেব্রুয়ারি জুলাই ১৮০৯ - ১৫ এপ্রিল ১৮৬৫) : মার্কিন রাজনীতিক ও আইনজ্ঞ; যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট।
.
* #AbrahamLincolnPoems
.

This is a translation of the poem To Rosa by Abraham Lincoln
Monday, July 24, 2017
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success