শূন্যতার পূর্বাভাস ।। স্পাইক মিলিগান Poem by Rahman Henry

শূন্যতার পূর্বাভাস ।। স্পাইক মিলিগান

Rating: 5.0


.
কোনও একটা গ্রহ অব্দি পৌঁছে যাবার পক্ষে
যথেষ্ট ঘুরপাক খেয়েছে ঘড়ির কাঁটাগুলো
জীবন এক অনিঃশেষ রাত
নিজের শয়নকক্ষের অন্ধকারে
শুনতে পাচ্ছি ডানা জাপটানোর শব্দ
আমার ঘুমিয়ে পড়ার অপেক্ষা করছে—

দৈত্যাকার এক দাঁড়কাক।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* স্পাইক মিলিগান (১৬ এপ্রিল ১৯১৮ - ২৭ ফেব্রুয়ারি ২০০২) : আইরিশ বংশোদ্ভুত বৃটিশ কবি, লেখক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও কৌতুক-অভিনেতা। জন্ম বৃটিশ-ভারতের আহমেদনগরে; বৃটিশ-ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন। কর্মসূত্রে ভারতের পুনে এবং বার্মার রেঙ্গুনে বসবাস করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়াল আর্টিলারির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে, সাসেক্সে অবস্থান করতেন।
.
*
#SpikeMilliganPoems
.

This is a translation of the poem Omen Of Emptiness by Spike Milligan
Saturday, October 17, 2020
Topic(s) of this poem: disappointment
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success