।। সিসিফাস ।। Poem by Rahman Henry

।। সিসিফাস ।।

Rating: 5.0

.
আধুনিক বিশ্বের সিসিফাস তুমি
পাথরের চাঁই ঠেলে নিতে চেষ্টা করছো সংকীর্ণ আর বৃত্তাকার
রাজপথ দিয়ে, কিন্তু খুব ভারি সেটা
এবংযতই সময় যাচ্ছে ভার আরও বাড়ছে,
একেকটা মধ্যরাত পেরোলে বৃদ্ধ থেকে বৃদ্ধতর হয়ে পড়ছো,
অতএব তোমার দেহ— হয়ে উঠছে কৌণিক
আর কাঁচা-পাথরের সড়ক ভাঙা ও পিচ্ছিল;
সব ধরণের পয়ঃনিষ্কাশনে পথের নর্দমা উপচে উঠছে
—ক্ষতবিক্ষত হয়েছো যার কোনও নিরাময় নেই,
জীর্ণ দু'চোখে ছড়িয়ে পড়ছে ছানি।
যৌবন প্রতারণা করেছে তোমার সাথে, তবে তুমি একাই নও,
অগণিতের শেষকৃত্যে একটা পুষ্পস্তবক তুমিও পাবে।

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
.
#LouiseGlückPoems
.

This is a translation of the poem Sisyphus Of The Modern World by Wieslaw Musialowski
Tuesday, October 20, 2020
Topic(s) of this poem: contemporary,life,modern,philosophical ,world
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 20 October 2020

সিসিফাস একটি অস্তিত্বের সংকটে ভুগছেন এমন আধুনিক মানুষের প্রতীকী অবতার যিনি জীবনের উদ্রেককে মুক্তির উপায় হিসাবে দেখছেন।সুন্দর লিখেছেন

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success