সনাক্ত Poem by Madhabi Banerjee

সনাক্ত

Rating: 5.0

সনাক্ত
মাধবী ব্যানার্জ্জী

লড়াই না করেই ছেলেটি দাঙ্গায় মরে গেল
নিশ্চয় কাউকে বাঁচাতে গিয়ে ছেলেটি দাঙ্গায় মরে গেল
লড়াই করে আসেনি তবু ছেলটি দাঙ্গায় মরে গেল
উদ্দ্যেশ্য ছাড়া লড়াই করল আর মরে গেল।

ওর সরকার কার দলের
দাঙ্গাবাজদের দলের
হিংসার পক্ষে নাকি অহিংসার পক্ষে
নাকি মরতে ভয় পাওয়ারপক্ষে।

ছেলেটিতো কারোর না কারোর পক্ষে ছিলই
একট পাগলাটে ধরনের
কিন্তু অহিংস ছিল।
আক্রমন হোক কখনো চাইছিল না।
কিন্তু আক্রমন করে বসল
দাঙ্গাবাজ নাম হয়ে গেল
আর কোন কারণ ছাড়া
ভীড়ের মাঝে প্রাণটি দিল।
সনাক্ত করা গেল না
ও কে ছিল?

Tuesday, January 14, 2020
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success