বন্ধ করো সব ঘড়ি, বিচ্ছিন্ন করো টেলিফোন সংযোগ ।। ডব্লিউ. এইচ. অডেন Poem by Rahman Henry

বন্ধ করো সব ঘড়ি, বিচ্ছিন্ন করো টেলিফোন সংযোগ ।। ডব্লিউ. এইচ. অডেন

Rating: 5.0

বন্ধ করো সব ঘড়ি, বিচ্ছিন্ন করো টেলিফোন সংযোগ ।। ডব্লিউ. এইচ. অডেন

.
বন্ধ করো সব ঘড়ি, বিচ্ছিন্ন করো টেলিফোন সংযোগ,
সরস হাড্ডি চাটতে থাকা কুকুরের কুঁই কুঁই থামাও,
নীরবতা আনো পিয়ানোগুলোয় আর বন্ধ করো ড্রাম পেটানো,
কফিন বাইরে আনো, আসতে দাও বিলাপকারীদের।

গর্জনরত বিমানগুলো চক্কর দিক মাথার ওপরে,
অাসমানে এই বার্তা লিখে দাও: সে মৃত,
মুক্ত ঘুঘুদের শাদা গলায় পরিয়ে দাও লতার মালা,
পুলিশ ও ট্রাফিক পুলিশের হাতে হাতে সূতির কালো দস্তানা।

সে ছিলো আমার উত্তর, আমার দক্ষিণ, আমার পূর্ব ও পশ্চিম,
আমার কর্মদিবসময় সপ্তাহ আর রোববারের বিশ্রাম,
আমার দুপুর, আমার মধ্যরাত, আমার কথাবার্তা, আমার গান;
ভেবেছিলাম যে প্রেম বেঁচে থাকবে চিরকাল: ভুল ভেবেছিলাম।

এখন তারাপুঞ্জের দরকার নেই: প্রত্যেকের আলো নিভিয়ে দাও;
বাক্সে তোলো চাঁদকে আর সূর্যকে করো জ্যোতিহীন;
উল্টিয়ে দাও সমুদ্রকে আর বনভূমি ঝেঁটিয়ে তাড়াও,
কেননা কোনও কিছুই এখন আর কাজে লাগবে না।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ডব্লিউ. এইচ. অডেন (২১ ফেব্রুয়ারি ১৯০৭ - ২৯ সেপ্টেম্বর ১৯৭৩) : কবিতায় পুলিৎজার জয়ী, বিশ শতকীয় বিশ্বকবিতার খ্যাতিমান বৃটিশ-আমেরিকান কবি। জন্ম ইংল্যান্ডের ইয়র্কে; মৃত্যুবরণ করেন অস্ট্রিয়ার ভিয়েনায়। ‍যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ছাড়াও, জার্মানি, ইতালি ও অস্ট্রিয়ায় বসবাস করেছেন।

.
*
#WHAudenPoems
.

This is a translation of the poem Stop All The Clocks, Cut Off The Telephone by Wystan Hugh Auden
Friday, September 29, 2017
Topic(s) of this poem: death of a friend,mourning
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success