কেক ।। রজার ম্যাকগ্রা
●
.
তুমি এক ধরণের জীবন চেয়েছিলে,
আমি অন্য জীবন চেয়েছিলাম;
কেক জোটাতে পারি নি নিজেরা;
ফলে, পরস্পরকে খেয়েছিলাম।
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* রজার ম্যাকগ্রা (৯ নভেম্বর ১৯৩৭ -) : ইংরেজ কবি, অাবৃত্তিকার, সম্প্রচারকর্মি, নাট্যকার ও শিশুসাহিত্যিক। জন্ম ল্যাঙ্কেশায়ার (লিভারপুলের উপশহর) , যুক্তরাজ্য। ম্যাকগ্রা, লিভারপুল কবিগোষ্ঠীর একজন; ‘বিবিসি রেডিও- ফোর' এ ‘হ্যালো পোয়েট্রি' শীর্ষক একটি অনুষ্ঠান উপস্থাপন করেন। যুক্তরাজ্যের ‘পোয়েট্রি সোসাইটি'র প্রেসিডেন্ট এবং সে দেশের সবোর্চ্চ সাহিত্য সংস্থা ‘রয়্যাল সোসাইটি অব লিটারেচার' এর ফেলো।
.
*
#RogerMcGoughPoems
.