স্বগতোক্তি ।।পল-ইরিক রুম্মো Poem by Rahman Henry

স্বগতোক্তি ।।পল-ইরিক রুম্মো

Rating: 5.0

স্বগতোক্তি ।।পল-ইরিক রুম্মো

.
এত গতিশীল আমি
বালিকাটি সমুদ্রের উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো
হায়, কী-ই-বা করতে পারি
তুমি তো অসীম

তোমার মতই স্বচ্ছ আমি
বালিকাটি জানালার উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো
হায়, কী-ই-বা করতে পারি
আমার গোটা হৃৎপিণ্ডই দৃশ্যমান

তোমার মতই উন্মুক্ত আমি
বালিকাটি দরোজার উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো
হায়, কী-ই-বা করতে পারি
সূর্যটা ঢুকে পড়ছে ভেতরে

এত ক্ষুদ্র আমি
বালিকাটি সূর্যের উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো
হায়, কী-ই-বা করতে পারি
কত বিশাল তুমি

খুব বোকা আমি
বালিকাটি জ্ঞানীটির উদ্দেশ্যে দীর্ঘশ্বাস ফেললো
হায়, কী-ই-বা করতে পারি
প্রত্যেকেই খুব জ্ঞানী
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* পল-ইরিক রুম্মো (১৯ জানুয়ারি ১৯৪২ -) : এস্তোনিয়ান কবি ও রাজনীতিক। জন্ম সেদেশের ট্যালিন শহরে। তিনি এস্তোনিয়ান লেখক পল রুম্মো'র পুত্র এবং দু দফায় দেশটির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন: সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়(১৯৯২ - ১৯৯৪)এবং জনসংখ্যা ও জাতিসত্ত্বা বিষয়ক মন্ত্রণালয়(২০০৩ - ২০০৭) ।
.

*
#PaulEerikRummoPoems
.

This is a translation of the poem Crooning by Paul-Eerik Rummo
Saturday, January 20, 2018
Topic(s) of this poem: life,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success