দু'পায়ে দু'রকমের জুতো Poem by Madhabi Banerjee

দু'পায়ে দু'রকমের জুতো

দু'পায়ে দু'রকমের জুতো: : মাধবী বন্দ্যোপাধ্যায়

পাঁচ বছরের শিশুটি দু'পায়ে দু'রকমের
জুতো পড়ে খেলছিল।
আমি দেখতে পেয়ে হেসে বললাম ‘এটা তুই কি পড়েছিস'
চটাপট উত্তর তার ‘হিন্দু-মুসলমান'।
আমি হেসে উঠলাম। বললাম ‘এরকম বলতে নেই'
আমার হাসিতে একটু অপ্রতিভ হয়ে
আমাকে অপ্রতিভ করে
উত্তর দিল ‘হিন্দুস্থান-পাকিস্তান'

Thursday, December 21, 2017
Topic(s) of this poem: child
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success