করোনাময় Poem by Imran Islam

করোনাময়

Rating: 5.0

বিশ্ব আজ করোনাময়, নিস্তব্ধ প্রান্তর
নির্বাক প্রকৃতি, মানুষ সব অসহায়!
কত দূরে প্রিয়জন, ব্যাকুল অন্তর,
আতঙ্ক দেশে-দেশে, প্রাণে-প্রাণে জাগে ভয়!

ধরণী আজ কি কঠিন, সাথী নেই পাশে
ঘরে নেই খাবার, নিরুপায় কর্মহীন।
অভাব, শুন্যতা; বেদনা স্বজনের লাশে,
সব থেকেও নিয়তির কাছে উপায়হীন!

ধরা কবে হবে শান্ত, ফিরে পাবে স্বরূপ?
আমরা কী পাবো কভু স্বাভাবিক জীবন?
নাকি সঙ্গী হবে এই মহামারি মরণ?
ঈশ্বর একা রবে, পৃথিবী হবে নিশ্চুপ!

This is a translation of the poem Creation And Coronavirus by Imran Islam
Friday, April 17, 2020
Topic(s) of this poem: tragedy
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 18 April 2020

মহামারীতে একে একে সবাই চলে যাবে না ফেরার দেশে ঈশ্বর রবে একা এ পুরো ধরার বুকে...... সুন্দর কবিতা

0 0 Reply
Close
Error Success