সমগ্রতা বজায়ে রাখা ।। মার্ক স্ট্র্যান্ড Poem by Rahman Henry

সমগ্রতা বজায়ে রাখা ।। মার্ক স্ট্র্যান্ড

Rating: 5.0


.
একটা মাঠের মধ্যে
মাঠের অনুপস্থিতিটুকুই
আমি।
এটাই
সবসময়ের বাস্তবতা।
আমার কাছে যা কিছুর শূন্যতা অনুভূত হচ্ছে
ওটুকুই আমি।

যখন হাঁটছি
বাতাস সরাচ্ছি
আর সর্বদাই
আশপাশের বাতাস ছুটে আসছে ভেতরের দিকে
ওই শূন্যস্থান পূরণ করতে
যেখানে আমার দেহটা ছিলো।

আমরা সবাই যে ছুটছি
তার কোনও না কোনও কারণ রয়েছে।
আমি ছুটছি
বিষয়সমূহের সমগ্রতা বজায়ে রাখার খাতিরে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মার্ক স্ট্র্যান্ড (১১ এপ্রিল ১৯৩৪ - ২৯ নভেম্বর ২০১৪) : কানাডিয়-আমেরিকান কবি, গদ্যকার ও অনুবাদক। জন্ম: সামারসাইড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কানাডা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও তুলনামূলক সাহিত্যে অধ্যাপক ছিলেন; লাইব্রেরি অব কংগ্রেসে পোয়েট লরিয়েট উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ওয়ালেস স্টিভেনস পুরস্কারপ্রাপ্ত এই কবি ৮০ বছর বয়সে নিউ ইয়র্কের ব্রুকলিনে মৃত্যুবরণ করেন।
.
*
#MarkStrandPoems
.

September 17,2017 ·

This is a translation of the poem Keeping Things Whole by Mark Strand
Tuesday, January 23, 2018
Topic(s) of this poem: philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success