জীবনের দৌড়ে আমি অনেটাই পিছিয়ে Poem by Madhabi Banerjee

জীবনের দৌড়ে আমি অনেটাই পিছিয়ে

জীবনের দৌড়ে আমি অনেটাই পিছিয়ে
মাধবী বন্দ্যোপাধ্যায়



জীবনের দৌড়ে আমি অনেটাই পিছিয়ে
অনেকটাই অপরিপক্ক
ঠিক মতো তালে তাল মেলাতে পারি না
কিছুই শেখা হল না
জানলাম না কি করে মাথা খাটিয়ে সবকিছু সামলাতে হয়।
মাঝে মাঝে আমার মনে হয় আমি শিশুটিই আছি
আমি তখনিই হেসে ফেলি যখন আমার হাসি পায়
আমি তখনি কাঁদি যখন আমার কান্না পায়।
যারা বুঝদার তারা বলে বুঝে শুনে হাসত হয়
সবার সামনে কাঁদতে নেই কান্নাকে লুকিয়ে রাখতে হয়।
যারা বুঝদার তারা থাকুক তাদে মতো
অবুঝ যারা এসো আমরা হাসি পেলে হেসে ফেলি
কান্না পেলে কাঁদি।
তালে তাল নাই বা দিলাম।।

Monday, January 29, 2018
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
upendra majhi 30 January 2018

sunder kabita. let wise laugh and cry judiciously.but we ignorantwill do so in all spontaneity.we are not good at matching beat withbeat, note with note.but we are innocent and simple.

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success