শীতের সন্ধ্যা।।গিয়র্গ ট্র্যাকেল Poem by Rahman Henry

শীতের সন্ধ্যা।।গিয়র্গ ট্র্যাকেল

Rating: 5.0

শীতের সন্ধ্যা ।।গিয়র্গ ট্র্যাকেল

.
যখন জানালার বাইরে ঝরছে তুষার,
একটানা বেজে যাচ্ছে সান্ধ্য ঘন্টাধ্বনি...
অনেকের জন্য প্রস্তুত হয়েছে
টেবিল, বাড়িটা সুসজ্জিত।

হাঁটাহাঁটি শেষ করে, অনেকেই
এই অন্ধকারের প্রবেশপথে উপস্থিত।
আশীর্বাদ-বৃক্ষ ফোটাচ্ছে সোনালি ফুল
পৃথিবীর হিমতম রসসিঞ্জন থেকে।

স্থবিরতার মধ্যে, পথচারিরা, ধাপ ফেলছে:
বিষণ্ণতা তছনছ করেছে পাথরের চৌকাঠ।
অথচ দেখো: নির্মল আলোর ভেতর, টেবিলে
ঝলমল করছে: রুটি আর দ্রাক্ষাসুধা।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* গিয়র্গ ট্যাকেল (৩ ফেব্রুয়ারি ১৮৮৭ -৩ নভেম্বর ১৯১৪) : অস্ট্রিয়ান কবি, লেখক ও ফার্মেসিস্ট; বিশ শতকীয় কবিতায়অভিব্যক্তিবাদীদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন হিসেবে বিবেচিত হয়ে থাকেন। জন্ম সলজবুর্গে। ২১ বছর বয়েসে ভিয়েনায় চলে যান। কোকেন ওভার-ডোজে মৃত্যুবরণ করেন ক্রাকোভে।
.

*
#GeorgTraklPoems
.

This is a translation of the poem Winter Evening by Georg Trakl
Saturday, February 3, 2018
Topic(s) of this poem: evening,winter,grief ,snow
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success