বেলঘড়িয়া Poem by Madhabi Banerjee

বেলঘড়িয়া

বেলঘড়িয়া
মাধবী বন্দ্যোপাধ্যায়
আমি বেলঘড়িয়া যাচ্ছি
হাতে পালামের কিনে দেওয়া একটিসুদৃশ্য ব্যাগ।
বেলঘড়িয়া আমার ছেলেবেলার বৃন্দাবন
উঠোনের কুলগাছ তলায় একটুকরো টালিভাঙ্গা দিয়ে
এক্কা দোক্কার ছক কেটে এক্কা দোক্কা খেলছি
রান্নাঘর থেকে মা হাঁক দিল ‘ব্যাগ নিয়ে স্কুলেযা দেরি হয়ে যাবে'।

মোরের মাথায় একটা হৈচৈ শুনতে পেলাম
কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে
খেলার সাথী নিলীমা আর বীনাপাণিদৌড়ে এসে
খবর দিল হাঁপাতে হাঁপাতে
‘মধু আয়, সাপুড়ে এসেছে, সাপ খেলা দেখাবে'

দরজায় টোকা দিলাম
রমাবৌদি দরজা খুলে দিল
চমকে উঠল যেন আমার যমজের একজনকে দেখছে।
হাতে ব্যাগটি দিয়ে বললাম
‘ধরো, আমি সাপখেলা দেখে আসছি
মোড়ের মাথায়, এক্ষুনি আসবো'।।

Thursday, February 8, 2018
Topic(s) of this poem: memoir
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success