আসামী আর শাস্তি Poem by Madhabi Banerjee

আসামী আর শাস্তি

আসামী আর সাজা: : মাধবী বন্দ্যোপাধ্যায়
কোনো এক বসন্তের সন্ধ্যায় আমি
নিলামের জন্য বাজী রেখেছিলাম নিজেকে
এবং স্বীকার করতে বাধা নেই একদম নিজের মর্জিতে।
আমি নিজেকে জনসমক্ষে হাজির করে ছিলাম
বেশ ভাল দরও উঠেছিল
কিন্তু আমিনির্বোধের মতো এক কাজ করে ছিলাম
আমি নিজের বেসাতিতে অসৎ ছিলাম
কারণ আমি আমার ভিতরে কিছু স্বপ্ন রেখেছিলাম
ভেবেছিলাম যে কিনেছে আমাকে-নিশ্চয় সে আমার সাথে সাথে
আমার স্বপ্নকে বুঝবে, আমার হৃদয়কে বুঝবে-
কী বোকা আমি
স্বপ্নকে কি কেহ লুকিয়ে রাখতে পারে?
আমিও পারলাম না- আমি অন্যায় করলাম আমি দোষ করলাম
আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো
আমি আসামী হলাম
মহামান্য আদালতের কাছে আমি জানালাম
আমি অন্যায় করেছি হুজুর, আমি দোষী
আপনার বিচার মানতে রাজী আছি হুজুর
আদালত তার বিচারের সিদ্ধান্ত জানাল-
‘তোমার স্বপ্ন সকল এখন আর তোমার সম্পদ নয়, হে আসামী
তোমার সকল সুন্দর চলার পথ, তোমার রক্তের প্রবাহ
তোমার ইচ্ছা, তোমার অন্তরের সুর, তোমার আত্মার জ্বালা
তোমার শ্রবণের শক্তি, তোমার গলার স্বর-আর তোমার সম্পদ নয়
তোমার ভালবাসার গল্প, তোমার প্রিয় বই, তোমারস্মৃতি
তোমার অনুভব, তোমার সকল মুহুর্ত, তোমার রাত দিন সকাল সন্ধ্যা
আর তোমার সম্পদ নয়, তোমার দাবীও নয়
কারণ এ সকল তুমি বিকিয়ে দিয়েছ, নিলাম করেছ
তোমার থেকে একজন কিনে নিয়েছে। তুমি প্রকাশ করেছ অন্যায় করেছ
সে সকল এখন বিচারাধীন,
আর বিচারের রায় হ'লো
তোমাকে মরতে দেওয়া হ'লো না
তুমি বেঁচে থাকবে- এটাই শাস্তি।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success