মায়ের সাথে সাক্ষাত Poem by Madhabi Banerjee

মায়ের সাথে সাক্ষাত

Rating: 5.0

মায়ের সাথে সাক্ষাত
মাধবী বন্দ্যোপাধ্যায়


মায়ের সাথে দেখা হয়েছে অনেকদিন হ'ল
মনে হচ্ছে যেন যুগ পেরিয়ে গেছে।
অথচ কথা যে একদমই হয়নি তা নয়
গতদিনই তো ফোনে কথা হল।
কিন্তু সাক্ষাতে মিলন কথাবার্তার চাইতে
একটু অন্য রকমই হয়ে থাকে।
বাবার সাথে দেখা করা
মনে হয় যেন
পাহাড়ের এক চড়াই পথ পার হওয়া।
ভাইএর সাথে দেখা করা
তাও আবার ভরপুর সংসারী ভাইএর সাথে
যেন জঙ্গলে হারিয়ে গেছি,
অন্যকিছু আর মনে হয় না।
আজকাল বন্ধুবান্ধবের সাথে দেখা করাটাও
কেমনজানি, পার্কে সাজানো বাঘের মতো
একদম কৃত্রিম-সবকিছু ওপরে ওপরে সাজানো।
ঘরের মানুষের সাথে সাক্ষাতও যেন
খুব সহজ সরল হয় না।
কিন্তু মায়ের সাথে দেখা হওয়া
যেন গ্রীষ্মের দাবদাহে আমগাছের তলায় আছি
যেন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের প্রদীপের স্নিগ্ধ আলোতে আছি।
কত শান্তি মেলে
ছোট ঐ কাপড়ের পুটলীর পুঁজিতে।
এই ইঁদুর দৌড় ব্যস্ত সমস্ত
জীবন যাত্রার মাঝেও।

Tuesday, July 7, 2020
Topic(s) of this poem: mother
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success