অস্থিরতা সে কেমন Poem by Rhymer Rhymer

অস্থিরতা সে কেমন

Rating: 5.0

বাতাস প্রকৃতিগতভাবে অস্থির অধির চঞ্চল
বিপরিততায় আছে ধিরতা স্থিরতা যাকে বলে ছবর
অধরযউ অশান্তি বয়ে আনে
আর ধরযৌ আনে শান্তি।
বাতাসের চাপে ঝর সৃষ্টি হয়
ঝরে মজবুত বাড়ি ঘরও নষ্ট হয়।
অধরযউ মুহূর্তে বিলিন করে দিতে পারে সকল সুকীর্তি।
সকল মুছিবত মেনে নেয়াই ছবর
আর আল্লাহ ধরযউশীলদের সাথী।
ধরযউ ঈমানের অংশ
আর এর পুরস্কার জান্নাত।
যে ধরযউ ধরে সে ছাবের বান্দা
আল্লাহ যার সাথী।
আইয়ুব আঃ কে ১৮বছর কিরায় খায়
তিনি কখনো উহ শব্দ টি করেন নাই।
ধরযউ গুনাহ কে মুছে দেয়
তাই আল্লার পাগলেরা বালা মুছিবত না এলেই
বসে বসে কাঁদতেন হায় আল্লাহ বুঝি আমাদের ভুলে গেছেন।
মুছিবত বিশ্বাসীর নিয়ামত।

Thursday, May 10, 2018
Topic(s) of this poem: patience
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 12 September 2019

মুছিবত বিশ্বাসীর নিয়ামত। // wonderful and interesting statement

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success