তমসাবৃত্তে বাস Poem by Madhabi Banerjee

তমসাবৃত্তে বাস

Rating: 4.5

চারিদিকে ঘন কালো আঁধারর, এটি একটি কারাগার
কারাগার একটি অন্ধকার স্থান
এখানে সব কালো
কোনো আলো এখানে প্রবেশ পথ পায় না
এখানে অন্ধকারইঅন্ধকারের উৎস
যেন এক তমাবৃত্তে আছি।
এ আঁধারের ঊৎস কোথায়?
এ আঁধারে প্রকাশ্য দিবালোকে নিষ্পা কিশোরী ধর্ষিতা হয়
এ আঁধারে এক সরল কিশোর ড্রাগ এ্যাডিকটেড হয়
এ আঁধারে পঁচাত্তরের বৃদ্ধা খুন হয়
এ আঁধারে মানুষের রক্ত বিচার পায় না
এ আঁধারে সত্য অবহেলিত মিথ্যার জয়
কোন শিকলে বন্দী আজ আমার স্বদেশ
কে ছিড়বে এ শিকল
কে করবেআঘাত
কে খুঁজবে এ আঁধারের উৎস?
কে দেখাবে আলোর পথ? কে? কে? কে?
চারিদিকে ঘন আঁধার, যেন এক আঁধারের বৃত্তে বাস1

Monday, August 6, 2018
Topic(s) of this poem: anarchy
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success