বেনজরের মাসুলধারী Poem by Madhabi Banerjee

বেনজরের মাসুলধারী

বেনজরের মাসুলধারী
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমাদের চলার পথে অনেককিছুই নজরে পড়ে
কিন্তু আমরা না দেখার ভান করি এড়িয়ে যাই।
যেমন রাস্তার কল থেকে অঝোরে জল পড়ে যায়
আমরা দেখেও না দেখার ভান করি কিংবা ভাবি
আমার কি দরকার! কলটা বন্ধ করি না।
শূন্য অফিস ঘরে লাইট জ্বলছে পাখা ঘুরছে
দেখেও দেখি না, সুইচ অফ করিনা। প্রতিবেশীর
কিশোর ছেলেটি এই বয়সেই ধূমপান করছে
দেখেও দেখি না ভাবি আমার কি দরকার।
এরকম অনেককিছুই দেখও দেখি না আমরা সাধারণ মানুষরা
ফল স্বরূপ বিদ্যুতের ঘাটতি মিঠা জলের ঘাটত সবচাইতে বড়কথা
সমাজের সুষ্ঠ পরিবেশের অভাব সমাজে ভয়াবহ আকার নিতে বসেছে।
কিন্তু যাদের আমরা অসাধারন দায়িত্ববোধের অধিকারী ভাবি
সমাজ সংস্কারক ভাবি যখন তারা বেনজর হন তখন এই বয়সেই
বাঁচার জন্য কলম ধরতে হয়।
কেননা তখনতো তাদের বেনজরর মাসুলধারীটি এ অধমাটিই হয় বটে।
অর্ধেক ফুটপাথ জুড়ে মঞ্চ বানিয়ে'SAFE DRIVE SAVE LIVE' স্লোগান বক্তৃতার
সচেতনতা জাগাতে কি অপরিসীম চেষ্টা।আর অর্ধেক ফুটপাথ তো হকার আর ব্যবসায়ীদের দখলেআছে।
তখন অধমা বয়স্কা মহিলাটিকে রাস্তার মাঝখান দিয়েই হাঁটতে হয়
এবং সাবধানী গাড়ি চালকটি এ অধমাকে বুডোজারের মতো
ঠেলতে ঠেলতে দশহাত দূরে নিয়ে যায়।
ততক্ষনে অধমার প্রাণটি তো ওষ্ঠাগত!
কেন এই স্ববিরোধী প্রচার।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success