উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ - ০৯ Poem by Suresh C Chaudhury

উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ - ০৯

সনেট- ৯


এ কি তোমার বিধবা হয়ে চোখের-জল-ঝরানোর ভয়-
যার জন্য তুমি নিজেকে নিজে ব্যবহার করে
শেষ করে দিতে চাইছো?
হায়, তুমি সন্তানহীন হয়ে মরে যাবে যখন
পৃথিবী বিলাপ করবে তোমার জন্য সন্তানহীন রমনীর মতো?
পৃথিবীটা হবে তোমার বিধবা এবং তবুও বিলাপ করে
কেঁদে বলবে, কেন রেখে যাও নি তোমার প্রতিকৃতি শেষ পর্যন্ত,
যখন প্রতিজনিক বিধবাও তার সন্তানের চোখে তার
মনের মানুষের আকার বেশ ভালোভাবেই রেখে যেতে পারে।
চেয়ে দেখো না- এই পৃথিবীতে একজন অকৃপণ ব্যয় করে
কেবল স্থান বদলায়- যেন পৃথিবীটা উপভোগ করে ।
কিন্তু সৌন্দর্য্যের জঞ্জালের এই পৃথিবীতে তার শেষ,
আর ব্যাবহারকারীই বিনাশ করে তাকে, রাখে না যার অবশেষ ।
যে হৃদয়ে প্রেম নেই পরের প্রতি
খুনী-সুলভ ঘৃণা নিজের প্রতি প্রয়োগ করাই হবে তার রীতি ।


________________










.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success