ব্যাতিক্রমী এক Poem by RAJAT GHOSH

ব্যাতিক্রমী এক

আমি বোঝাতে পারি সর্বজনে তুমি ছাড়া
সহ্যসীমায় চরম আমি তবু তুমিই দাও নাড়া
তুমি ছাড়া আমার তনু কর্মতৎপর পারা
তুমি বিনা আমার সবার সন্ধি দেয় সাড়া।

আমার মনন মানিয়ে মাতে তোমার মন ব্যাতিক্রমে
তুমি বিনে সর্বজনে বাধ্য করে মন ক্ষনে ক্ষনে
বুজতে পারি তুমি ছাড়া সবাই আছে এ মনে
স্নিগ্ধ কোমল সবাই বুঝি তুমিই ব্যাতীত এ বনে
তোমার তরে মম হতে প্রশান্তি পালায় সর্বজনে।

হটাৎ বুঝি অসহায় সব তোমার আত্মাখানি বাদে
ক্ষণস্থায়ী চঞ্চলা মাঝে তুমি বসে শান্ত ভাবে
তুমি বিনা নাস্তিবাচক সব ভাবনা ভাবে সাঁঝে,
ওহ! মন মস্তিস্ক কিছু না সব জীবন তরণী বাদে।

হে মোর মন তুমিই আমার জীবন।

This is a translation of the poem Exceptional One by Sk. Nurul Huda
Sunday, January 20, 2019
Topic(s) of this poem: conscience,mind
COMMENTS OF THE POEM
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success