✔️
●
ওই ঘোড়াকে
বেহালাটা খেতে দিও না
সশব্দ আর্তনাদ করেছিলেন শাগালের মা
কিন্তু তিনি
অব্যহত রাখলেন
আঁকা
এবং খ্যাতিমান হয়ে উঠলো
আর আঁকতেই থাকলেন
মুখে বেহালা-ধরা ঘোড়া
যখন চূড়ান্তভাবে শেষ হলো অংকনটা
তিনি লাফিয়ে উঠে বসলেন ঘোড়ার পিঠে
এবং বেহালা দুলিয়ে দুলিয়ে
চালাতে থাকলেন ঘোড়া
আর অতঃপর ঘোড়াটাকে ছোট্ট একটা পাক মেরে
চালিত করলেন সেদিকে প্রথমে যে নগ্ন-প্রান্তর তিনি অতিক্রম করেছিলেন
এবং বেহালায় কোনও তারই
সংযুক্ত থাকলো না
,
✔️
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* #LawrenceFerlinghettiPoems
.
আর অতঃপর ঘোড়াটাকে ছোট্ট একটা পাক মেরে চালিত করলেন সেদিকে প্রথমে যে নগ্ন-প্রান্তর তিনি অতিক্রম করেছিলেন //// জীবনের যে পথে গমন ছিল দুর্গম সে পথেই ফিরে আসতে হল /// সুন্দর অনুবাদ