উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ৪৬ Poem by Suresh C Chaudhury

উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ৪৬

(সনেট- ৪৬)

আমার চোখ আর হৃদয় এখন এক প্রাণঘাতী যুদ্ধে;
কেমন করে ভাগ-বাটোয়ারা করে তোমার দৃষ্টির বিজয়কে;
আমার চোখ-আমার হৃদয় তোমার ছবির দৃষ্টিকে খিল দিত
আমার হৃদয়-আমার চক্ষু সেই অধিকারে সাবর্বভৌম ।
আমার হৃদয় অবশ্য জবাব দেয় যে তুমি তার ভিতর-অবস্থানেই,
একটি নিভৃত কক্ষে, ভেদ হবে না- অতি স্বচ্ছ দৃষ্টিতেও
কিন্তু প্রতিবাদী সেই জবাব অস্বীকারই করে
আর বলে, তার ভিতরে তোমার সুন্দর উপস্থিতি ভর করে,
এই সম্পত্তির অধিকার মিটমাট করার জন্য তালিকাবদ্ধ ।
ভাবনা-চিন্তার এক দুঃসাহসিক অভিযান, সবই প্রজা-হৃদয়টিতে;
এবং তাদেরই রায়ে নিষ্পত্তি হয় পরিচ্ছন্ন চোখের ভাগ আর প্রিয়-হৃদয়ের ভাগ;
যেমন এই ভাবে;
আমার চোখের পাওনা তোমার বহিরাংশ,
আর আমার হৃদয়ের অধিকার তোমার ভেতরকার হৃদয়ের ভালবাসা ।

_____

Friday, February 22, 2019
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success