তোমাতেই ভূপৃথিবী ।। পাবলো নেরুদা Poem by Rahman Henry

তোমাতেই ভূপৃথিবী ।। পাবলো নেরুদা

Rating: 5.0

.
সামান্য
গোলাপ,
গোলাপিকা,
কখনও কখনও,
ক্ষুদে ও নগ্ন,
মনে হয়
আমার দুহাতের কোনও একটাতেই
যেন বা মাপসই এঁটে যাবে,

যেন বা এভাবেই আলিঙ্গনে নেবো তোমাকে
আর বহন করবো আমার মুখ দিয়ে,
অথচ
হঠাৎ
আমার পদদ্বয় স্পর্শ করে তোমার দুটোকে আর আমার মুখ তোমার ওষ্ঠযুগল:
বেড়ে ওঠো তুমি,
তোমার কাঁধ জেগে ওঠে জোড়পাহাড়,
তোমার স্তনদ্বয় চষে বেড়ায় আমার বুকে,

তোমার চিকন কোমরের নবচন্দ্ররেখা বেষ্টনে জড়াতে
হাঁসফাস করে ওঠে আমার বাহুদ্বয়:
প্রণয়ের কাছে মেলে ধরো নিজেকে সমুদ্রজলের মত:
আকাশবিপুল সেই চোখের মাপ বুঝতে প্রমাদগুনি আমি
আর ভূপৃথিবীকে চুম্বন করবো বলে বসে পড়ি তোমার মুখপাশে।
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

This is a translation of the poem In You The Earth by Pablo Neruda
Monday, April 8, 2019
Topic(s) of this poem: earth,love and life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 09 April 2019

অসাধারণ অনুবাদ - তোমার চিকন কোমরের নবচন্দ্ররেখা বেষ্টনে জড়াতে হাঁসফাস করে ওঠে আমার বাহুদ্বয়: প্রণয়ের কাছে মেলে ধরো নিজেকে সমুদ্রজলের মত: ...// হে প্রিয়তমা পৃথিবী জড়িয়ে ধরো আমায় তোমার কোমল বাহুডোরে, প্রেমালিঙ্গনে ধন্য করো এ জন্ম

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success